
রায়ান অর্ক রিসাত
বিনিদ্র রাত্রি শেষে এখন অবসন্ন আমি ; অবিমিশ্রিত ক্লান্তিকর কুয়াশা ভেসে
যায় আমার উপর দিয়ে
ব্যালকনিতে এসে দাড়াই,
ঘুনে ধরা মস্তিষ্কের পুঞ্জিভূত ভাবনাগুলোকে সরিয়ে দেই মরচে ধরাহৃদয়টাতে।
আধশোয়া ইজিচেয়ারটাতে
নিজেকে এলিয়ে দেই
অতপর অনুশোচিত হৃদয়ে করি
অনুশোচনার চাষাবাদ…..
কিছু বিক্ষিপ্ত চিন্তা এসে ভীড় জমায়
মনে করিয়ে দেয় সেই
বিভৎসকাতর নির্লিপ্ত শরীরি
ভালোবাসা
শরীরে ভাঁজে ভাঁজে সেই
যন্ত্রণাগুলো
বারবার উঁকি দিয়ে জানান দেয়
তাদের সরব উপস্থিতি…
না, নাহ্ আমি চাইনা, সত্যি
বলছি আমি চাইনা
ঐসব শরীরি ভালোবাসা আমার চাইনা
আমিতো কেবল একমুঠো প্রেম চেয়েছ
চেয়েছিলাম কার্নিশে রাখা কাঁচের বয়ামের
ছাতিম ফুলের গন্ধে ভরা অফুরন্ত ভালোবাসা….
কিন্তু না!
তারপরও দুঃস্বপ্নেরা আসে
আমায় কামার্ত করে তোলে মোহাবিষ্ট
করে তোলে বিষাক্ত কামনার শুঁড় লাঙল
চালায় সর্বত্র মাংসপিণ্ডের খোঁজ করে ;
নিতম্বের ভাঁজে….অতঃপর….
আবারো আসে সেই বিনিদ্র রাত
অবসন্নতা, বিষন্নতা, অনুশোচনা
অনুশোচিত হৃদয়ে ঘৃণায় রি-রি করা
তারপর শুরু অনুশোচনার চাষাবাদ..