
সামিউল হাসান সামী
অবশেষে নিস্তব্ধতা ভেঙে প্রবল
বেগে বইতে শুরু করলো ঝড়ো হাওয়া।
সামনে যা পরছে তাই যেনো
ভেঙে তছনছ করে দিচ্ছে। রহিমার সনের ডেরা
আকলিমার লাউয়ের মাচাই শুধু নয়!
আবুলের মায়ের ছোট্ট টিনের ছাউনি।
আজ যেনো ঝড়
সব শেষ করে দিয়ে যাবে।
অপ্রতিরোধ্য, নির্দয়,নির্মম।
ঝড় জানেনা কত প্রেম ভালোবাসা,
আবেগ, অনুভূতি দিয়ে তিলে তিলে গড়ে তোলা হয়েছে ঘরগুলো।
ও ঝড়!
তুমি যদি জানতে,
কতো মমতায় ঘরখানা বাধা!
তবে এমন ভাবে ভাঙতে না।
ও ঝড়!
তুমি শুধু বাঁশ, কাঠ, টিন দেখেছো তুমি রহিমাদের ভালোবাসা দেখোনি।
সত্যিই ঝড়!
তুমি ভালোবাসা বুঝনা।
তুমি শুধু বুঝ পাওয়া না পাওয়ার কৈফিয়ৎ।
যাও ঝড়!
আজ তোমার সকল হিসেব চুকিয়ে দিলাম।
যেদিক খুশি বয়ে যাও,
যতপারো ভাঙ্গো।