
পরিশ্রান্ত পথিক
ক্ষুদ্রে সুন্দর মস্তে পোকা,
অল্পে তুষ্ট অতিশে ধোকা।
মাড়াইছে পথিক দেখিতে ভুল,
সৌন্দর্যে বিপুল অঢেল ঘাসফুল।
বাহারি ঢঙে বর্ণিল অঙ্গে,
পেয়েছে স্থান পটুয়ার আলখ্যে।
লতানো ডাঁটায় চিরল পাতায়,
শত মঞ্জুরি ফুটিছে সেথায়।
কাড়িছে মন অল্পেতুষ্ট পিপাসুর,
অনাবিল তৃপ্তিসাধনে ভরপুর।
দেখেনি অবুঝ পথিক তন্দ্রাচ্ছন্নতায়,
খুঁছিছে মনসুখ দেশান্তররের মায়ায়।
সুখ নাই,সুখ নাই শুধু ভৃপ্তি,
চেয়ে দেখ ক্ষুদ্রে পাবে আত্মতৃপ্তি।।