
পরিশ্রান্ত পথিক
মাতৃগর্ভের উষ্ণ আলয় থেকে
এসেছিলাম শান্ত ভূ-পৃষ্টে,
সেদিন আমি নাজুক হয়েও
ছিলাম বেঁচে অকুণ্ঠে।
তপ্ত মরুর অগ্নি বাণে
রুক্ষ যখন বনাঞ্চল,
রিক্ত হয়েছে পদ যুগল
তবুও ছিলাম চঞ্চল।
শৈত্যবাহের মরণ ছোবলে
হারগুলো যখন শীর্ণ,
আমি ছিলাম অবিচল
তখনো হাসিমুখে নির্বিঘ্ন।
দুলোক ভূলোক কাঁপিয়ে যেদিন
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবনৃত্যে,
ভাঙছে ঘর,ঘুরছে জল,দুলছে পল্লব
সেদিনও ছিলাম ঠাঁই মর্তে।
লুটিয়ে পরেছিলাম সেদিন
যেদিন তোমা আঁখি অশ্রুময়,
আমি ছিলাম না আমাতে
হয়েছিল আমার পরাজয়।।