
হিমাদ্রি হিমু
নতুন বছরে তোমার প্রতি,
প্রশ্ন করি হায়?
গত বছরের মতো কি ভাসাবে, ভালোবাসার বন্যায়।
গত বছরের মতো কি?
থাকবে পাশে আগের মতো ভালোবেসে।
গত বছরের মতো কি,
তোমার ভালোবাসায় আমায় রাঙ্গিয়ে রাখবে।
গত বছরের মতো কি?
আমার দুঃখ গুলোর ভাগ নিয়ে হাসাবে আমায়।
গত বছরের মতো কি
পাশে থাকার যে ওয়াদা করেছিলে তা রক্ষা করবে।
গত বছরের মতো কি?
সত্যিই আমায় আপন করে নিবে,
তাহলে আমি হবো সবচেয়ে সুখী
মানুষ এই পৃথিবীতে।