
নক্ষত্রালো
আমি না বরই আবেগী জানি
সবসময় আমার মনের দরজা
এভাবে খুলে রাখা ঠিক নয়।
কিন্ত কি করবো বলো,
আমি না পারিনা তোমাদের মতো ছলনা করতে।
পারিনা নিজের হৃদয়কে লোহার সিন্ধুক লুকিয়ে রেখে সবার সাথে প্রেমের খেলা খেলতে।
আমি না কেন যেন পারিনা !
তোমরা দেখি কত সহজেই বলে ফেল ভালবাসি।
কিন্ত আমি না,
কি বলবো বুক ফেটে গেলেও মুখে বলতে পারি না।
জানো, মনে মনে কতবার ভাবি ভালবাসি ভালবাসি ভালবাসি।
কিন্ত আমি না
কেন যেন পারিনা।