
পরিশ্রান্ত পথিক
নক্ষত্রের রাত আজ কৃষ্ণগহ্বরে লুপ্ত
নিশাপতিকে ঘিরে রাখছে কাদম্বিনীরা,
আলোকবার্তা প্রকাশে আজ সে উন্মুখ
ললাটের চুম্বনে আধোছাঁয়ার খেলায়,
নিশি তমিস্রা আজ তার অনুকূলে।
পাথারের মাঝি গুছিল পাল এক্ষুণি
নিষুপ্তি মেয়েরা পাখনা মেলেছে তক্ষুনি।
চকিছে সহসাই অতীত স্মৃতির ফ্রেমটি
আঁখিকোণে অম্বুবারির হরদম ছোটাছুটি,
এ বিমূঢ় রজনী কাননে।
মন মাঝিমাল্লা চাহিছে;
এ নভাক নিশি, তবু ভোর না হোক
যায় যদি ভেঙে যাক কূল,জেগে উঠুক চর,
রণঝঙ্কার হোক মনে মনে এ ক্ষণে।
শৌখিন প্রেমিক বলিছে আমায়,
তাহারা;-
ষণ্ডা হারিয়েছি যে কৈশোরত্তীর্ণ কালেই,
আমার সরবতা আজ শবল,
কেঁদেকেটে একাকার আমার স্থাবর
নয়তো নিষিদ্ধ সাতরঙা ইচ্ছেগুলো।
কোথা ছিলে তখন,নিন্দুক?
হৃদ্যতা দিয়ে আগলেছি আমি
আমার শূন্যতা, আমার ধৃষ্টতা।
তবু আমি সজীব, আমি উর্বর
পরাহত জীবন নামের গরল পিয়ে বেঁচে আছি,
কালে-মহাকালে।
প্রিয়তম মনে করি তোমায় মৃত্যু অবধি,
জানি;
আলোরা খেলছে মরিচিকার খেলা।
এসো; না হয়,এবার এসো
এ ক্ষণে,এ অবেলায়।।