
নক্ষত্রালো
আমি ভালবাসি, আমি
ভালবাসি তোমায়।
কিন্ত আমি তোমাকে কোন
আশা দিতে পারছি না।
তুমি একটু বোঝার চেষ্টা
কর!
আমি তোমাকে কোন মিথ্যে
আশা দিতে চাইনা।
আমি বুঝি দুজন মানুষের
সম্পর্ক আশার উপর গড়ে
ওঠে।
কাছাকাছি থাকার আশা,
একসাথে হাত ধরে পথ
চলার আশা।
কিন্তু তুমি-আমি,
আমরা…
আচ্ছা বলতো,
আশা ছাড়া কি ভালবাসা
হতে পারেনা।
আমাদের ভালবাসা।
আমাদের ভালবাসা কি,
আশার চেয়ে শক্তিশালী
হতে পারেনা।