
নীলের নিমন্ত্রণ নীলাম্বর
আশ্বিনের শেষের দিকে
প্রায়শই ঝোড়ো
উত্তরে বাতাসের আগমন হয়।
আর, তা যখন আসে,
সবকিছু তছনছ করে দিয়ে যায়।
আশ্বিনী উত্তাল সমীরণের
আগমন আমার জীবনেও।
প্রেমের শীতল তরঙ্গ যখন
আমার জীবন সায়াহ্নের
ক্ষন স্থির করেছে,
আমার জীবন ঘরের খুঁটি গুলো
যখন ঝড়ের দাপটে নড়বড়ে,
ভঙ্গুর প্রায়;
সেই ভেঙে পড়ার মুহূর্তেই
প্রতীম পুরুষ একুশী অরিত্রের
আগমন।
প্রতিটি পলে, প্রতিটি ক্ষনে
তিলে তিলে ক্ষতের মেরামতে,
চতুরপার্শের খুঁটি গুলোর
গোড়ায়,
আমি সহ সকলের অন্তরালে
অতিপ্রেমে অবলম্বনের মৃত্তিকা
প্রলেপনে সুদৃঢ় করে চলেছে।
সম্বন্ধে আমার অনুজ হলেও,
আমার গৃহের মেরামত কারী,
আমার পথের দিশারী,
হাত দুটো ধরে, আশ্বিনী ঝড়ের
চোরাবালি থেকে টেনে তুলে
নতুন পথের হদিস মিলিয়েছে।
সে আমার ছোট্ট অনুজ শুধু নয়,
আমার অগ্ৰদূত অধিরথ,
অধিত্যকা…!!!!