
শ্রী বুদ্ধদেব চট্টোপাধ্যায়
তুমি খুলিয়া রাখিও দ্বার,
পাতিয়া রাখিও আসন,
হয়তো আসিছে!
তোমারে বাসিতে ভাল,
তোমার আপন বন্ধুজন।
তুমি গাঁথিয়া রাখিও কুসুম হার,
সাজায়ে রাখিও পূজার ডালা,
হয়তো আসিছে..!
প্রাণেশ্বর, করিও তারে পূজা।
পড়ায়ে দিও তারে প্রেমের মালা।
তুমি মুছিও না নয়নের জল
থামিও না হৃদয়ের কোলাহল।
হয়তো আসিছে!
ভুলাইতে ব্যাথা, বাসিতে ভালো
মুছাইতে চোখের জল।
তুমি কহে দিও মন অভিলাশ,
করিও তোমার প্রেমের প্রকাশ।
হয়তো আসিছে!
তোমারে বাসিতে
মিটায়তে তোমার মনের আশ।
দিবানিশি রয়েছো তাহার আশে,
সে গিয়াছিল
পরবাসে।
আর নহে পরবাস।
আসিবে আসিবে সে জন,
আসিবে তোমার পাশে।