
অক্ষ চৌধুরী রঘুবংশী
গিরীনন্দিনী পার্বতী,
সে যে পর্বতদুহিতা।
দুষ্ট দমনে তুমিই মাগো,
দশপ্রহরণধীরিনী দুর্গা ৷
মমতাময়ী তুমি যেমন,
দুষ্টের দমনে কঠোর তেমন।
স্বত্বগুনে সরস্বতী জানি,
রজঃগুনে লক্ষী চিনি ৷
ভক্তকুলে চন্ডিপাঠের সুর,
সবাই যে আজি ব্যাস্ত -ব্যাকুল।
সময় হলো মা,
এসো শরৎ প্রভাতে ,
সবাই যে চেয়ে তোমার পথে।
এসো মা, জাগো মা,
জাগো দুর্গা, জাগো মা