
সামীউল হাসান সামী
তুমি আসবে বলে, হে স্বাধীনতা! আজও প্রহর গুনে ওরা। স্বাধীনতার মাঝে স্বাধীনতাকে খুজে।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা! লেক-সার্কাসের সখিনার ঘর, রক্তে ভেজা ইতিহাস হয়ে আছে।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা! জুলহাজ – তনয়ের রক্তের দাগ, স্পষ্ট হয়ে আছে ওদের হৃদয়ে।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা! পহেলা বৈশাখের মঙ্গল শুভা-যাত্রায়, আবার হাটতে চায় ওরা।
মনে কী পরে , হে স্বাধীনতা! তোমার তরে পাওয়া সংবিধানের কথা? আমার স্বাধীনতায় তবে কেন, ৩৭৭ বাধা?
জবাব কী দেবে, হে স্বাধীনতা! অধিকার যদি হবে সবার সমান, তবে কেন আজ আমার এতো ব্যবধান?
চুপ কেন, হে স্বাধীনতা!
তুমি কী সত্যিই এসেছো?
নাকি তোমার নামে,
শুধুই প্রবঞ্চনা?