
বন্ধু প্রিয় মানুষ
তুমি সুন্দর আমার চোখে,
তোমার মনের কোমলতায়,
তুমি সুন্দর আমার কল্পনার
পবিত্র শুদ্ধতায়।
তুমি সুন্দর ওই আকাশের মত
বিশালতায়,
দিগন্ত জোড়া সবুজের বুকে খোলা হাওয়ায়।
সুন্দর তুমি রামধনু রঙে,
মেঘের কালো ডানায় মুগ্ধতা,
ছুয়ে সুন্দর তুমি আমার মৌন
মায়ায়।
সুন্দর তুমি শ্রাবন ধারায় বৃষ্টির ধারার গানে,
সুন্দর তুমি ভেজা জলে মাখা
আমার নয়নে।
ক্লান্ত দুপুরে সুন্দর তুমি শীতল সমীরনে,
গোধূলী আলোয় সুন্দর তুমি
সন্ধ্যার আহবানে।
ব্যথিত মনে সুন্দর তুমি জাগ্রত
স্মৃতিপথে,
অনাগত সুখে সুন্দর তুমি জাগ্রত
পৃথিবীতে।
ইটের পাজরে সুন্দর তুমি জেগে ওঠো সবুজে,
দুচোখে স্বপ্নে সুন্দর তুমি হঠাৎ অবুঝে।
তুমি সুন্দর তুমি যতটা
এ জীবন আমার নয়নে সুন্দর
তুমি সুন্দর এ ভূবন।