
নাহিদ রাজ
তোমার জন্য হতে পারি ঐ আকাশের চাঁদ!
জোৎসনা হারা সাঁঝের দেবো আলোয়
রাঙা রাত,
তোমার জন্য হতে পারি নীল সাগরের ঢেও!
শান্ত বিশাল সুনীল আকাশ আর কি হবে কেউ?
তোমার জন্য সবুজ ঘাসের শিশির হবো আমি!
চাইবে যখন দেখবে আমায় আলতো কপাল চুমি,
তোমার জন্য বর্ষা দিনের হবো আমি কদম!
দু’হাত দিয়ে আগলে নেবো চাইবে তুমি
যখন।
শরতে ঐ কাশবনেতে হব সাদা ফুল!
বসন্তে লাল কৃষ্ণচূড়া হলেই বা কি ভুল?
গ্রীষ্মে যখন ভীষণ তাপে নেতিয় যাবে তুমি।
দেখবে শীতের হাওয়া হয়ে সঙ্গে আছি
আমি!