
হিমাদ্রি হিমু
সকাল কিংবা দুপুর নয়,
বিকেল কিংবা রাত নয়।
যে কোন সময় চলে আসতে পারি আমি,
তোমায় পাশে আর কাছে পেতে।
তাড়াহুড়োর কোন দরকার নেই,
আজ যে রাস্তা থাকবে ফাঁকা।
তুমি আসবে হলুদ রঙ্গের টিশার্ট পড়ে, আমি আসবো নীল রঙ্গের পাঞ্জাবী পড়ে।
মাথার উপর থাকবে নীল আকাশ,
ফাঁকা রাস্তায় হাতে রেখে হাত।
হেঁটে গিয়ে বসব কোন এক কফি হাউজে,
কফি খাওয়ার ফাঁকে ফাঁকে আড়চোখে দেখব দুজন দুজনকে।