
নাহিদ রাজ
আজ আমি নিসঙ্গ,
হয়তো ছিলাম, আছি, থাকবো।
ভেবেছিলাম তোমার হাতটা ধরে পাড়ি দেবো অজানায়,
অজস্র কুয়াশা, রাশি রাশি মেঘ।
চারিদিক শুধু ম্লান, শুনশান, চীর নিস্তব্ধ, আজ আর আকাশে চন্দ্র বিলীন হবে না।
তোমার ঐ ঠোঁট আলতো ছুঁয়ে চমকে, শিহরিত হবো না আর কোনদিন।
চলে যাই আজ, কি বলো? পুরোনো সে গলিপথ ধরে,
ধূসর হলদে ল্যাম্পপোস্ট ফুটপাথ মাড়াবো না।
কথা দিলাম..সূর্যাস্তে গোধূলি রঙে তোমাকে আরহাতড়াবো না।
কথা দিলাম..
সামনে শীতে কম্বল আঁকড়ে তোমার উষ্ণতা পাবার আশাও করবো না।
কথা দিলাম..
তবে যবে চলে যাবো, এ ধরণী ছেড়ে।
দয়া করে তুমি প্রতিদানে মাড়িও না আমার কবর পথ।
কারণ, সেদিন নিজেকে ধিক্বার দেয়া ছাড়া আর কোনো গতান্তর থাকবে না তোমার।
দেখে নিও..