
শ্রী বুদ্ধদেব চট্টোপাধ্যায়
দশ হাতে দশ অস্ত্রে মাগো
শক্তি স্বরূপা।
তোমার গুণে তুমি মাগো
হয়েছো অপরূপা।
দশ হাতে চালাও তুমি এ
ভব সংসার।
দশ হাতেই আবার কর
পাপীদের সংহার।
ন্যায় নীতি আদর্শের তুমি
প্রতিষ্ঠাতা।
তাই তুমি হয়েছো মাগো
জগজ্জননী মাতা।
জগজ্জননী মাতা
তুমি জানে এ বিশ্ব সংসার।
তুমি আছো প্রমাণ মোরা
পাই বারংবার।
নারী রূপে তুমি এ ভুবনে
আছো বিরাজমাণ।
নারী শক্তি মহা শক্তি
পেয়েছি তার প্রমাণ।
কখনো তুমি জননী হয়ে
দাও মমতার ছায়া।
কখনো আবার দুহিতা হয়ে
ছড়াও সুখের মায়া।
ভগিনী হয়ে তুমি মাগো
দাও ভালবাসা।
মিতা হয়ে আবার বাধো
স্বর্গসুখের বাসা।