
শ্রী বুদ্ধদেব চট্টোপাধ্যায়
করেছো মোরে আপন হতে
দূরে আমি নিরব রহিলাম,
দিয়েছো ফেলে আমায় তুমি ছুড়ে
আমি নীরব রহিলাম ।
করেছো মোরে বড্ড অপমান
আমি নীরব রহিলাম,
তুললে প্রাচীর করলে ব্যবধান আমি
নীরব রহিলাম ।
দাওনি আমায় আমার পাপ্য অধিকার
আমি নীরব রহিলাম ।
পরাওনি তোমার ভালোবাসার হার
আমি নীরব রহিলাম ।
তোমার জীবন হতে মুছলে আমার নাম
আমি নীরব রহিলাম ।
বোঝনি তুমি আমার ভালোবাসার দাম
আমি নীরব রহিলাম ।
কাঁদছি আমি কাঁদছি ওগো কাঁদছি
অবিরাম তবুও আমি নীরব রহিলাম,
মিথ্যেবাদী স্বার্থপর দিলে আমায়
নাম তবুও আমি নীরব রহিলাম।
জানি সবই তোমার আর্ত অভি মান
আমি নীরব রহিলাম ।
তবুও জেনো গাইব তোমার গুনগান আমি
নীরব রহিলাম ।।