
রাহাত ইসলাম জুবায়ের
ওহে রণবীর যৌদ্ধা,
রাজর্ষি হয়ে সন্নাস তলায় আর থেকো না।
বাজতে চলল ঐ যুদ্ধ দামামা,
এখন অনেক রাত
এসো এই রং মহলের রঙ্গশালায় ।
কামনার কুহেলিকায় আগুন জলছে,
দাউ দাউ করে এসো নিভিয়ে দাও এই বন্নি,
তোমার শ্বেত চটক আঠালো রসে।
ওহে রণজয়ী যোদ্ধা ,
যুদ্ধ এখনো বাকি,
রাতের তিমির ভেদ করে উড়াও সাদা নীশান।
লড়াইয়ের সময় এখনি,
মুক্ত করো কোষ তোমার ,
দেখাও তরবারি ।
কতটুকু ধার এখনো,
রহিয়াছে বাকি? —