
পরিশ্রান্ত পথিক
ঐ কালচে ঠোঁটের নীলচে ধোঁয়ায়
আবেগধ্বংসী বিষ কামড়ে,
খুঁজছ কেন আমায় আনমনে?
আমি তো উড়ে যেছি অসীমে
ধোঁয়ায় ধোঁয়ায় কুণ্ডলী পাকিয়ে,
শান্ত হয়ে বসে ধর আমায় জড়িয়ে।
কি হবে আর মদ্যপ পানে?
নিঃশেষ করে নিজেকে,
আমায় চাও তো? গুছিয়ে নিয়ো জীবনে।
আমি আসব তোমা সন্নিকটে,
হয়ত আমার অবয়বে নয়,
অন্য কারো মেহদী রাঙানো হাতের বালায়।
নয়তো কালো প্রগাঢ় লাল ঠোঁটে
চেপে ধরবে যখন তাকে,
লাল আবিরে নয়তো চুড়ির ঝঙ্কারে পাবে আমাকে।