
নক্ষত্রালো
কখনো ভাবিনি
তোমাকে এভাবে মিস করবো !
তুমি যখন কাছে ছিলে
তখন বুঝতেই পারিনি,
তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ।
তোমার ছোট ছোট কথাগুলো,
চুপচাপ পাশাপাশি হাটা,
কারণে অকারণে রাগকরা।
জান, খুব না মিস করছি।
তুমি কখনো মুখফুটে বলনি,
আমিও বলার সাহস করিনি।
তুমিতো জান,
আমার সাহস বরাবরি একটু কম।
তোমার কোন কথার প্রয়োজন ছিলনা,
যখন তুমি দুহাতে আমাকে শক্তকরে
জরিয়ে ধরে বুকে মাথা রেখেছিলে,
যে আবেগে আমাকে আঁকরে ধরে ছিলে।
তখন মুখে ভালবাসি বলাটা
তুচ্ছ হয়ে গিয়েছিল।
ওই প্রলয়মান আবেগের আমি কোন
প্রতিউত্তর খুঁজে পাচ্ছিলাম না।
পৃথিবীর কোন ভাষার তার উত্তর আছে কিনা,
আমার জানা নেই।
তাই তোমাকেও শক্ত করে
ধরে রাখতে চেষ্টা করেছি।
তোমার আবেগের উত্তর দিয়ে পেরেছি কিনা,
জানিনা…।