
সামীউল হাসান সামী
আমি ডুবে থাকতে ভালোবাসি,
প্রিয় ‘র ঠোঁটের চুম্বনের নেশায়।
আমি স্বার্থপর,
কারণ প্রিয়’র ভালবাসার,
অখন্ড ভালোবাসা আমার একার চাই।
আমি কামুক,
কারণ কামনার চোখে আমি,
তাঁর সীমাহীন সুন্দর্য অবলোকন করি।
আমি আপোষহীন,
কারণ আমি তার ভালোবাসায়, ভাগাভাগিতে কখনোই আপোষ করতে পারিনা।
আমি একগেয়ে,
কারণ আমি প্রতিদিন,
প্রতি মূহুর্ত শুধুই তাকেই ভালোবাসি।
আমি চঞ্চল,
কারণ আমি ওর ভালোবাসা,
পেতে বিভোর হয়ে অপেক্ষা করি।
আমি আমাকে ভাগ করতে পারি হাজার জনের সঙ্গে কিন্তু তোমাকে নয় কারো সঙ্গেই।
আমি নদী তটে ধীবর শনে শুধাই বারে বার,
গেছিনু মোর প্রিয় আসবেকি আবার….?