
শ্রী বুদ্ধদেব চট্টোপাধ্যায়
আমি আপন হাতে খুড়ে ছিলাম তোমার প্রেমের কবর।
ব্যাথার পাথর চাপিয়ে বুকে ভেঙেছিলাম আমার সাধের খেলাঘর।
দূর থেকে তুমি দিয়েছিলে ডাক আমি করিনি কর্ণপাত।
পালিয়ে সেদিন এসেছিলাম তোমা হতে ছিলাম যেন প্রায় উন্মাদ।
স্বপ্ন সুখের ব্যাড়া ভেঙে বাস্তবতায় পা বাড়িয়ে মুখে মলিন হাসি এঁকে দিয়ে ছিলাম তোমায় ফিরিয়ে
আপন বুকে তির বিধিয়ে করেছি তোমায় পর।
তোমার সামনে খুঁড়েছিলাম আমার প্রেমের কবর।
সর্পবিষের জ্বালা সয়ে প্রেমের কুশুম মুদিয়ে দিয়ে।
মনের ঘরে লাগিয়ে ছিলাম তালা।
শুরু হল প্রেমের কবর খোঁড়ার পালা