
বুদ্ধদেব চ্যাটার্জ্জী
মিলনের ফুল ফুটিল আজি ,
মিলিব তোমার সনে ।
বিরহের মালা গেঁথেছি যতনে,
পড়াব তোমার গলে ।
মিলনের ফুল ফুটবে না কী আজি ??
মিলিতে চাহিগো তোমার সনে ।
বিরহ আজি আর সহে না যে ,
অনেক সহেছি গো গোপনে ।
চারিদিকে আজি ফুটিল কত রাঙা ফুল ,
তা হেরি মোর চিত্ত ব্যকুল
মিলিছে আজি সব নিজ প্রিয়া সনে,
একলা আমি তব দরশন লাগি হয় আকুল।
আসিয়াছে আজি মিলনের বসন্ত ,
হইল সকলের দুঃখের অন্ত ।
ডালে ডালে পুঞ্জিত আজি অশোক
পলাশ ,
চিতে মোর আজি জাগে তব দরশন
পিয়াস।
মিলিল বিহগ তার প্রিয়ার সনে,
মিলিল তারা বসন্ত কাননে।
আজিও কি আমি রব একেলা ,
আপন কুটিরে সখা তব বিহনে