
অলক দাশ
বহু পথ আমি হেঁটেছি তোমার মনের দেশে ,
আজ আমি ক্লান্ত এক প্রাণ শেষে।
আসলেনা তুমি সীমা রেখা পারে,
স্বপ্নে তোমায় পাই, স্বপ্নে হারায় বারে বারে।
নদীর জল আজ মনের কথা বলে,
অনেক আশা তার সাগরে মিলবে বলে।
যুগ যুগ আগে সৃষ্টি যখন এসেছে ভূবনে, তোমায় চেয়েছি আমি কামনার অন্তরাল মননে।
আরো বহু পথ আমি হেঁটেছি বিদর্ভ নগরে,
শেষে আমি এসেছি দিল্লি শহরে।
প্রশ্নেরা মাঝে মাঝে এসে বলে,
“আলোক এমন প্রেম পেয়েছ কি তুমি কখনো যাহা হতে তুমি খুঁজেছ মুক্তি”
স্মৃতির আলোয় যখন ভোরে যায় বিদায়ের পাত্রখানি।
সেই চির নতুন চুমা তোমার দেহে এনে, দেয় সিক্ততা স্নায়ুর বানী,
সে যেন কানে কানে বলে যায় মোরে।
আমার অন্তর নিভৃত পেয়ালা,
তোমার পিয়াসে গেছে ঝরে,
নয়তো আজ আমি জয়ী,
তোমার দেহের মিলন মেলা ফুরিয়ে এসেছে।
রতি কামের মিলন বেলাও শেষ হয়ে গেছে জয় পরাজয় এর মাঝে,
ক্ষনিক তৃষ্ণা হাতের চরম আদরেই বন্দি হয়ে গেছে।