
অভিমন্যু চৌধুরী
তুমি কল্পনা থেকে মুক্তি
পাওয়া এক অধরা মাধুরী ;
দেবতার নির্বাক বিস্ময়!
তুমি মধ্যরাতে গড়িয়ে যাওয়া
ঝর্ণার চঞ্চল পদধ্বনি।
অথবা তুমি নির্ঘুম রাতের নিষিদ্ধ প্রেম
অতঃপর, তুমি এ হৃদয়ের
অনস্বীকার্য নির্মম কষ্ঠের বুদবুদ
তুমি আমার অবেলায় দেখা
আফসোসের বাকরুদ্ধ অার্তনাদ
অথবা, ভালবাসার মত নিষ্পাপ
কোন এক চাঁদনীর মুখ
কিংবা তুমি রুপের বহ্নিতাপে
পুড়ে যাওয়া শ্যামল মায়া
তুমি নীরবে আমার একান্তে।
জানি ক্ষণস্থায়ী যৌবনের
সমস্ত কেড়ে নিবে সংসার
কর্তব্যের ব্যাস্তস্থায় বৃদ্ধ
হয়ে যাবে বয়সের ঘড়ি
তবুও ক্ষীণ আশার স্বপ্নে
ভাসে সুখ লোভী জীবন
একদিন আমার নিরালা বৃদ্ধাশ্রমের
বাগানে গুনবো মৃত্যু প্রহর
যৌবন চলে যাওয়া স্মৃতির
কাপা হাতে লিখে যাবো
আরোও একটি নিস্কাম
প্রেমের শ্রেষ্ঠ ইতিহাস।