
বুদ্ধদেব চ্যাটার্জ্জী
আজো কি রজনী পোহাবেই এমনি,
রহিব আমি একলা।
সইবো কেবলই বিরহ বেলা,
জানি জানি জানি এ নহে মধু রজনী ।
নহে যে আজি মিলনের মেলা ,
আজ কেবলই বিরহের বেলা।
এ জোছনা রজনী পোহাই কেমনে না
জানি,
কেটেছে যে ঘোর যামিনীর মেলা।
আজি কেবল জোছনারই খেলা ,
চারিদিকে আজি হেরি সোহাগ রজনী।
তবু কেন না জানি ভালো লাগেনা,
প্রিয়তম বিনে এ রাত কাটেনা ।
প্রিয়তম তুমি জেনো জান নাকি ?
আমার অন্তরের যাতনা ,
আমার বিরহের বেদনা ।
আমার অনন্ত গগন মাঝে ,
তুমি পূর্ণিমার ওই চাঁদ ,
তুমি জোছনা মাখা রূপালী রাত ।