
অব্যক্ত ভালোবাসা(রাই)
শুন প্রিয়তম,
ভেবেছিলেম প্রিয় তোমায়
আমি আপন করে পাবো।
জীবন জুড়ে জীবনের পরে
শুধু তোমায় সখা ভালোইবেসে যাবো।
জড়ায়ে রাখবো তোমায়
সখা আপন বাহু ক্রোরে।
বেঁধে নেবো তোমায় আমি
আমার ভালোবাসার ডোরে।
কিন্তু
এতই অবুঝ তুমি
বোঝনা আমার মন।
কিন্তু আমি বুঝি তুমি আপনারে কর গোপণ।
জানি এ আমার বৃথা প্রেম
বৃথাই অভিলাস।
তবু ভালোবাসা পাবার তরে
করি বিফল প্রয়াস।
সময় আমার সাথে করে
শুধুই পরিহাস।
তবুও আমি ছাড়িনাতো
তোমায় পাবার আশা।
জানি দেবেনা ধরা তুমি
সখা আমার প্রেমজালে।
তবুও আমি বদ্ধ সখা
তোমার মায়াজালে।
জানি ব্যর্থ প্রেম আমার
চির ব্যর্থ রবে।
তবুও তোমায় বাসব ভালো
আমার আসবে মরণ যবে।