
নাহিদ রাজ
সেদিন ছিলো ভরা পূর্ণিমা রাত,
পাশ ফিরে যখন দেখলুম তোমায়।
ফিরে তাকালুম বিস্তৃর্ণ গগনে,
সত্যিই ছিলো ভীষণ দোটানা এ মনে.!
কেনো জানো?
কে বেশি সুন্দর তুমি নাকি চন্দ্র।
তব ললাট ছুঁয়ে ঠাহর করতে পারিনে,
হে প্রিয় কে দিলে কোথা পেলে এ রূপ বলো।
কালো মেঘে যখন ছেয়ে যেতো ধরনী,
তুমি ছিলে চেরাগ মোর সে কথা জানোকি?
শুকতারার ঝরঝরে জোৎসনায় ধুয়ে যায় ধরনী,
স্নিগ্ধ হাওয়া বয়ে চলে আকাশে।
হে প্রেমিক?
কোথা গেলে হারিয়ে?
আজ তব দেখা চাই এখুনি।
আজকাল পশলা বৃষ্টি হাতড়াই,
কে জানে কেবা কোথা তোরে পাই।
বইয়ের প্রতিটি চরণ প্রতিটি বর্ণ,
আজ শুধুই তোর স্মৃতি খুঁজে দেয়।
কাশবনের শুভ্র ফুলে ছেয়ে যায় নদীকূল, কোথা তুমি? কেনো গেলে বহুদূর?
মাঝে মাঝে মনে হয় প্রাণ নেই এ বুকে..! আশা বাঁধি, বেঁচে থাকি,
যদিও বা দেখা পাই কোনো এক শ্রাবণে।