
সামীউল হাসান সামী
তোমাকে কখনোই ভালোবাসিনি। অভিনয়!
বলতেই পারো।
তবে তোমার সঙ্গে অভিনয়ও করিনি।
যতটুকু দেখেছো, হয়তো সত্য ছিলো। হয়তো মিথ্যের সঙ্গে মিশে গেলো।
যখনই বুঝতে পেরেছে,
যতটা কাছে এলে, ততটাই দূরে যেতে হয়!
সেদিন থেকেই দূরত্ব গুনতে শিখি।
অতটা কষ্ট কখনোই দিতে চাইনি,
যতটা কষ্ট সইতে তুমি পারবেনা।
তাইতো কষ্টে কষ্টে কষ্টকে,
জানালাম আজ তোমাকে।
হয়তো কষ্টটাই আজ তোমার বড় কষ্ট! তবে ভেবেছো সেই ছেলের কথা ?
কখনোই যে কাঁদেনা!
শত ঝড়ে যে টলেনা !
তার ঐ হাসির কোনে
কষ্ট ভাসে হাসির ছলে।
তুমি হয়তো রেগে আগুন!
বলেছ কথা তার দ্বিগুণ।
শুনেছ কী তার কথাও?
বলেনি যে কথা কখনও।
কষ্ট কিছু তারও কম নয়।
আগুনে পুড়ে,
সে তোমায় আগুন চেনায়!
শত্রু সেই!
যে বসিয়ে খাওয়ায়।
বন্ধু তো সেই!
যে কাজটি শেখায়।