
হিমাদ্রি হিমু
কোন এক রূপালী রাতে,
অনন্ত কালের সুখ যাত্রায়,
তুমি আমার পাশে ছিলে।
ভালোবাসায় আঁকা ছিলে,
তুমি আমার কষ্ট ছিলে,
সব সময় সুখে ছিলে।
অজস্র কবিতায় ছিলে,
প্রতিটি কলমের খোঁচায় ছিলে,
অন্তরে আর মননে ছিলে,
প্রতিটি হৃদ স্পন্দন ছিলে।
সেই পাশে থাকা তুমি,
যদি একটু অশালীন হতে,
হতে যদি একটু অভদ্র।
তাহলে আমি তোমাকে,
ভুলে যেতে পারতাম।
ভুলে যেতে পারতাম,
সেই রূপালী রাতটাকে।