
পরিশ্রান্ত পথিক
স্বপ্নিল জীবন সত্যি হলে
ঝলসে উঠে দিন,
ময়ূর যখন পেখম মেলে
বৃষ্টি হয় রঙিন।
তোমায় আমায় মিলে
দুজন একাকার,
স্বর্গের সুখ মর্তে যখন
ভুবন নিরাকার ।
পাশে থাকার প্রত্যয়ে আজ
কব্জির ওপর হাত,
মন মননে প্রশান্তির বায়ু
হয় না যেন ভাগ।
সহসাই তখনই শনির গ্রহদোষে
উষ্ঠাগত জীবন,
জীবন যেন মরুবালু চর
হৃদয়ে রক্তক্ষরণ।