
সামীউল হাসান সামী
সেই বার বৈশাখে আমাদের চলতে দেয়নি আমাদের কথা ওরা সেবার বলতে দেয়নি।
ওরা ছিলো লেক সার্কাস বিবি সখিনায় ওদের রক্ত মিশেছে সেইবার পদ্মা মেঘনা যমুনায়।
ওরা স্বাধীনতার কথা বলতো,
নতুন একটি সূর্য দেখবে বলে,
আলোর পথে চলতো।
আলোর মশাল প্রদীপ জ্বেলে,
একটু হাসিমুখ দেখবে বলে,
ওরা বারবার মুক্তির গান গাইতো।
আরকি মুক্তির পাখি ডাকবে না?
৬ টি রঙ্গে রঙ্গিন হয়ে,
বৈশাখ কি আর সাজবে না?
কে বলে ভাই উড়িবে না আর শান্তির সাদা পায়রা!
অমূল্য সে শহীদের প্রাণ বৃথা কখনো যায়না।
যুদ্ধ দামামা বাজেরে ঐ,
মুক্তি কামী জনতা আমার শান্তি পথের পথিক তোমার রণ সাজে দেখো যাচ্ছে কই.?