
নীলের নিমন্ত্রণ নীলাম্বর
রূপসার ঘোলা জলে হয়তো
তার বিরহ যন্ত্রণা মেশানো,
তাই হয়তো সে অস্বচ্ছ।
পূর্ণিমার নীল চাঁদের সঙ্গে তার
চিরন্তন প্রেম,
কিন্তু চাঁদ তো
পূর্ণিমার পর একটু একটু করে
দূরে চলে যায়।
অপেক্ষা আবার সেই পুরো
একটা মাসের….
এই বিরহের কারনেই
রূপসা মুসড়ে পড়েছে।
আজ কোজাগরী পূর্ণিমা,
চাঁদ মাঝ আকাশে,
তার ছায়া রূপসায়।
মধুর প্রেমাভিসার,
আলিঙ্গন করার মুহূর্তে
রূপসার শুষ্ক প্রায় বদনে
চোখ রেখে বলে,
দুইটা পক্ষ পর আমাদের এই মিলন
তবুও মলীন বদন তোমার।
আমি জানি প্রিয়,
এই বিরহের তেজ তোমায়
শুষ্ক করেছে।
কিন্তু এ যে প্রকৃতির নিয়ম।
প্রকৃতির নিয়মই যে তোমার আমার
অভিসারের দীর্ঘ প্রতীক্ষা- অপেক্ষা।
এই অপেক্ষার কারণেই
মিলন এতো মধুময়।
আর ,প্রেমের অপর নাম যে
অপেক্ষা, শুধুই অপেক্ষা..