
বুদ্ধদেব চ্যাটার্জ্জী
গ্রীষ্মের প্রখরতা পেরিয়ে,
বর্ষার কান্নাকে মুছিয়ে।
এল সেই শারদা,
যে খুশি আনে সদা।
মানুষের মনে হৃদয়ের কোণে আছে,
সেই ভরসার আলো যারে মোরা বাসি ভালো।
তারে মোরা মা বলে জানি,
তারে মোরা মা বলে মানি।
সে আসে আশ্বিনের শারদ লগনে ,
খুশি ছড়ায় সে শারত গগনে।
তার ওই আলতা রাঙা চরণে,
করে নমন ধনী দুঃখি জনে।