
সামীউল হাসান সামী
আজো আকাশের তারারা কেন রাতে উকি দেয় জানো…?
শুধু তোমারই জন্য…!
আকাশে চাদঁ উঠে কেন…?
কারণ সে তার সকল আলো দিয়ে
তোমার মুখ দেখতে চায় বলে।
তুমি জানো কী…?
আজো দিন শেষে রাত হয় কেনো…?
শুধু তোমার পরশ পাবে বলে।
আজো গ্রামের মেঠুপথে,
সবুজ ঘাস চোখে পরে কেন জানো…?
তোমার পা ছুয়ে দেবে বলে।
এমনি ভাবে মনের অঘুচরে,
সবাই তোমায় ভালোবাসা দিয়ে যায়।
কারণ তারা যে,
তোমার ভালোবাসা পেতে চায়।