
কবিঃ-অভিমন্যু চৌধুরী
আজি রিক্ত মনে চাইছি বিদায়
স্মৃতির পাতা শুধু চেয়ে যায়।
মম হৃদয় জুড়ে ব্যাথার কোলাহল
নয়ন জুড়ে ক্রন্দন ছলছল ।
আমি রূধিব তাহারে কেমন করে হায়
জীবন যে মোর বৃথাই অনাসৃষ্টিকে বুঝায়।
মুক্ত আজি প্রেমের এ বাঁধন
ঘনিয়ে এল বিদায়েরি ক্ষন।
নির্বাক আমি দিশেহারা,
এহেন ক্ষনে অনেকে বলিল হায়
যেওনা যেওনা এ নহে তব বিদায়।
তবু যেতে হবে বৃথাই আস্ফলন
ভগ্ন নীড়ের শুন্য মন ছিন্ন এ বাঁধন।