
রাহাত ইসলাম জুবায়ের
ঘুম ঘুম চোখ নিয়ে চেয়ে আছি আঁধারে,
শুনশান চাঁদরাত প্রাণ পাবো দিদারে।
প্রিয় তুমি এসো কাছে প্রেম সুধা পিয়াতে,
দেহরস টপটপ জল হয়ে ঝরছে চৈত্রের ওষ্ঠ উত্তাপে পুড়ছে।
নিজেরে ভরাবো আমি প্রেমিকের আদরে,
ন’তো রাত কাটবে নির্ঘুম যাতনে।
প্রিয় তুমি এসো কাছে রাত্রি যে বয়ে যায়,
আঁধারের প্রদিপেরা চুপিচুপি ক্ষমা চায়।
তোমার এই ভালোবাসা স্বার্থতে লুব্ধ,
থরে থরে সাজানো যৌনতা রুদ্ধ।
ভালোবাসা ছেলেখেলা জেনে আমি ক্রুদ্ধ,
বিরহ তে পুড়ে পুড়ে হবো আমি শুদ্ধ।