
পাহাড়ি মেঘ
সকল ভুলে দিনে দিনে রচেছি তোমায় রঙিন মনে,
তোমার বিশালতা কত যে সমীর জানে মন তা জানে।
দিনের শেষে বন্ধু বেশে যখন আসো মনের কাছে,
মন-ই জানে কত যে আপন করেছিনু সেই গহীন ক্ষনে।
শ্যামের বেশে..!
নাকি শরৎ হয়ে এলে বুঝি এই মনের কোণে,
তাই ভেবে ভেবে রঙিন রঙে।
একেছি ছবি সেই মধুর ক্ষনে,
মনকি আমার হাতের নাটাই?
ভাবছো কি তাই তুমি তুলির ছোঁয়ায়,
সাতরঙা সেই মনের মায়ায় পড়েছি যে সব রঙের ছায়ায়।
আসবে তুমি!
সে বড়ই বিরহের আশা,,
নীল ছুয়ে এসে যদি রাঙাও এ- মন।
বাড়বে কেবল ভালবাসা,
আকাশ আধার- করে মেঘলা,
এইতো সময় গহীন রাজ্যে আমি একেলা।
এসো তবে বরষার গানে,
ধুয়ে সব কালো-রঙিন মনে।