
নীলের নিমন্ত্রণ নীলাম্বর
ভেবেছিনু তোমায় আমায় রচিব সংসার বাসর।
তাহাযে কন্টক শয্যায় পুরিবে তাহা আশি নাই।
রচেছিনু তবসনে মায়াময় জালিকা স্বপ্নর।
তব নিপুণ হস্তে তাহা ছেদিত হইবে কল্পি নাই।।
কুয়াশা ঘন হেমন্তের প্রভাতে দেখিলাম তমে তিনরাস্তার সঙ্গমে।
ছিলে তুমি কাহারো প্রতিক্ষায় প্রতিক্ষিতে।
বকুল আড়ালে লুকিয়া হেরিতেছিনু তমে।
স্পষ্ট মম হৃদে তুমি , তব প্রতিকৃতে।।
কিরন তপনে কাটিল আবছায়া ময় চতুষ্কোণ।
মিলাইলে তুমি রবি তাপে, স্বপ্নডোর টুটিলে।
তবুও ছিলে তুমি হৃদয়ে,একাকী লয়েকক্ষ বিজন।
শুকাইয়া গেছে তখন , মাল্য মম বকুল পিয়ালে।।
আমারো শূন্য হৃদয়াকাশে, তুমিই সূর্য চন্দ্র।
তুমি মমে লয়ে তিব্র বিতৃষ্ণা ভরা
হৃদয়ে।
তব হৃদে বিলীন হয়েছি আমি চির নিদ্র।
হইলে সুখী সখা এ-অলক্ষ্মী বিদায়ে।।
চির সুখী হও বিশ্বপতি কাছে মম প্রার্থনা আশ।
হোকনা আমার সুখের সর্বনাশ।।