
হিমাদ্রী হিমু
শ্রাবণের কালো মেঘ এই চুলে,
চেয়ে দেখবে কি তুমি?
বর্ষার বৃষ্টি আমার চোখে,
মুছে দেবে কি তোমার হাতে?
ঠোঁটের দীঘিতে পদ্ম ফোটে,
সেখানে দেবে কি সাতাঁর?
আকণ্ঠ ডুবে ডুবে জল খেয়ে ,
তুলে আনবে কি ভালোবাসা তোমার?
বুকের আঁচলে সপ্তর্ষির মালা
কি খোঁজ তুমি লুঙ্গীর ভাঁজে?
হাতড়ে বেড়াও তোমার রত্ন মানিক
আমার অঙ্গের খাঁজে খাঁজে।
সারা শরীরে উত্তপ্ত যৌবন আমার রচে যে সুরভিত কবিতা।
পাগল পারা হয়েছো তুমি,
ভেবেছো আমায় স্বপ্নের সবিতা।