
লেখকঃ-পৃত্থুজ আহমেদ
উৎসর্গঃ-ফুয়াদ হাসান ফাহিম
নিয়ম করে কী এখনও ছাদে যাওয়া হয়?
ফুলের চারাগুলোতে জল দাও তো রোজ?
নাকি ওরাও করছে আমারই মত-
তোমার এলোকেশের খোঁজ!
আচ্ছা দোলনচাঁপা গাছটা কী এখনও আছে?
দোলনপুষ্পের কচি কিশলয়েরা কী এখনও-
মিটিমিটি হাসে তোমার পানে চেয়ে!
নাকি ওরাও অবহেলায় নুইয়ে গেছে,
অন্তর্হিত হয়েছে স্মৃতির কৃষ্ণগহ্বরে!
চাঁদের বুড়ো কী আজও এসেছিল?
তোমার ললাটে জ্যেৎস্না টিপ পরিয়ে দিতে-
ঘুমের ঘোরে!
সে কী এখনও হাত বুলায়?
তোমার নিকষ কালো চিকুর অন্তর্গৃহে!
এখনও মাঝরাতে ক্ষুধা লাগে কী?
চুরি করে রান্নাঘরে গ্রোগাসে খাবার খাওয়ার অভ্যেস যাইনি এখনও না?
এখনও পেছন থেকে কেউ এসে ধমকে বলে?-ধীরে খাও,বিষম খাবে।
অতঃপর,বিষম খেলে পেছনে লুকানো পানির গ্লাসটা এগিয়ে দেয় কেউ?
জানা হয়না তোমার বদলানো অভ্যেসগুলোর কথা-
হয়ত বদলায়নি আমার মত তোমারও অভ্যেসের পাতা!
কত শত প্রশ্ন সাজিয়ে রেখেছি-
আনমনেই করে ফেলি তোমায়।
উত্তরের অপেক্ষায় বহুকাল চেয়ে আছি-
তুমি মুখ ফিরিয়েছো আমার থেকে অতি অভিমানে।
যদি কখনও ইচ্ছে হয়,হাওয়ায় ভাসিয়ে দিও উত্তরগুলো উল্টো পাণে।
আমি শুনে নেব কান পেতে।
ভেবে নেব তুমি এসে চলে গেছো সন্তোর্পণে,
ভালোবাসি বলে ঠোঁট ছুয়ে গেছো আমার কর্ণকুহরে।
সমপ্রেমের গল্প