
কবিঃ-আয়াদ মোহাম্মাদ পৃত্থুজ
উৎসর্গঃ-লাবিব ইহতেশাম আয়ান
অপরাহ্ণের কোমল আলোয় দিগন্তের পাণে চেয়ে রইব আমি,
বসে থাকব তোমার ফেলে যাওয়া ম্লান পথের ধারে।
নিথর দৃষ্টিতে খুঁজবো তোমায় তুচ্ছ ধূলোর ভীড়ে,
তোমার পদচিহ্নিত ধূলোয় রাঙাবো নিজেকে,
যা চলে গেছে নিরন্তর স্রোতের ন্যায় এঁকেবেঁকে
অজানা কোনো অতীতে।
অনুরোধী তোমায়,
আবারও সেই নিরাকপড়া অপরাহ্ণে,
ফিরে এসো ফের এই প্রাঙ্গণে।
ফিরে তাকাও এই উশকোখুষকো দানবীয় মানবের মানে,
ছুঁয়ে দাও তোমার উষ্ণ গরল ওষ্ঠাধর
যে গরলে আমি বারংবার হয়েছি বিষধর।
তোমার সূঁচালো গালের উগ্র ঘর্ষণে বিষিয়ে দাও এ বদন,
প্রকাষ্ঠ শরীরি মর্দনে এসো করি ফের প্রেমস্পন্দন।
অনুরোধী তোমায়,
হে প্রিয়তম,
এসো আবার ফিরে এ ধরায়,
তাকাও ফিরে এদিক পাণে
বদনে বদন রাঙাবো,
একদিন মলিন কোনো অপরাহ্ণে।
সমপ্রেমের গল্প