
কবিঃ মৃত্তিকা রাই
তর সইছে না যে পরানে,
তোমায় ছাড়া থাকিবো আমি কেমনে।
কোথায় খুঁজবো তোমায়?
স্বপ্ন দেখি আমি ধুপ ছায়ায়।
কবে আসবে তুমি আমার শিয়রে।
দেখবো তোমায় আমি নয়ন ভরে।
এসো! একটু ছুঁয়ে দাও।
মনের খাঁচা ভেঙ্গে, একটু মুক্তি দাও।
থামিয়ে দাও আমার, গন্তব্যহীন পথচলা।
পরশ বুলিয়ে দাও, একটু শীতলতা।
ওহে! শুনছো কি তুমি?
ওগো! দেখছো কি তুমি?
মনটা দেখো, তোমার মনের আয়না দিয়ে।
আমার ভেতর টা দেখো হৃদয় দিয়ে।
পথ চেয়ে বসে আছি, স্বপ্নের মালা গাঁথছি।
তুমি আসবে এই আসায়, মৃত্যু মুখেও হাসছি।
আমি মাকাল ফলের মতোই সুন্দর।
সিক্ত পরশ বুলিয়ে, ছুঁয়ে দাও অন্তর।
তোমার গুণের আঁচড়ে পূর্ণ করো আমায়।
তোমার মনের আলোয় দীপ্ত করো আমায়।
মুখিয়ে আছি জীর্ণ শীর্ণ ভিক্ষারীর ন্যায়।
ক্ষুধা নিবারণে, এসো প্রিয়! এসো মোর হিয়ায়।
১০/১২/২০১৯ ইংরেজি
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]