
কবিঃ-মৃত্তিকা রাই
হেলা, অবহেলা!
আমার দেহ পরে রয়,
যায় মিছে বেলা।
খুঁজছি আমি আদর সোহাগ,
একটু দুষ্টুমি খেলা।
তোমায স্পর্শ ছাড়া আমার,
পূর্ণ হচ্ছে না যে ষোলোকলা!
আমার শরীর পরে রয়,
নিথর অবহেলা।
নির্বাক বোবা আমি,
তাকিয়ে রই তোমার দিকে।
তবুও যাচ্ছে না যে কিছু বলা।
মন চায় একটু ছুই, একটু চুমু খাই।
একটু আদর করি, আপন করে নিই।
আমার আক্ষেপ তোমার সাথে,
বইতে চাইছে মেলা।
উড়তে চাই মেঘ আঁকাশে।
ভিজতে চাই, ভাসাতে চাই ভেলা।
জড়াতে চাই, থামাতে না চাই।
তোমার আমার একত্ব বন্ধনে,
আর অনন্তকাল পথচলা।
১১/১২/২০১৯ ইংরেজি
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]