
কবিঃ মৃত্তিকা রাই
আমারো ইচ্ছে করে লাল টুকটুক,
হতে ডানা কাটা পরী।
ঠোঁটে মাখায়ে কড়া লিপস্টিক,
হাতে লাল কাচের চুড়ি।
পায়ে থাকবে লাল আলতা,
সাথে ঝুমকো নূপুর পরে।
মাজায় থাকবে মাটির কলসি,
যাবো পুকুর পাড়ে।
আমারো ইচ্ছে করে,
বরের জন্য সাজবো বধূ সাজ।
আদর দিয়ে সোহাগ দিয়ে,
ভাঙ্গাবে আমার লাজ।
মন চায় বেনারসী শাড়ি পরে,
হাঁটবো গাঁয়ে গাঁয়ে।
বিকেল বেলা ঘুরে বেড়াবো,
উঠবো ডিঙ্গি নায়ে।
আমারো তো ইচ্ছে করে,
কারো রাঙা বধূ হই।
বাসন মেজে, রান্না করে,
বরকে খেতে দেই।
অলস সময়ে দুপুর বেলা,
বরের বুক পাঁজরে সুই।
এপাড়া ওপাড়ার সকল খবর,
কলকলিয়ে কই।
আমারো ইচ্ছে করে,
কোন সন্তানের হবো আমি মা।
কাজল দেবো, টিপ পরাবো,
পরাবো তারে জামা।
যখনি বাবু কেঁদে উঠবে,
পান করাবো বক্ষের দুধ।
মাসিপিসির গল্প শুনিয়ে,
ঘুমেতে করবো বুঁদ।
০৫/১২/২০১৯ ইংরেজি
লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।