
কবিঃ মৃত্তিকা রাই
আমি ফুলের গভীরে যেতে চাই।
পরাগরেণুর খুব কাছাকাছি হতে চাই।
আমি লিখতে চাই, আমার মতোন করে।
যে লেখা পড়ে তুমি, পাবে তৃপ্তি খুব ভোরে।
আমি লেখায় খুশবু মাখাতে চাই।
ঘ্রাণে ঘ্রাণে হারিয়ে যাবে চেনা অচেনায়।
আমি কখনো চাই ফুলের পাপড়ি হতে।
মনের অজান্তেই চুমু খাবে তুমি সিক্ত হাতে।
আমি কখনো চাই মহা সমুদ্রের স্রোত হতে।
ঢেউয়ের খেলায় ভাসবো দিক হতে দিগন্তে।
আমি কখনো চাই অবোধ শিশুর হাসি হতে।
যেখানে থাকবে নিঃস্বার্থ প্রেম আখিপাতে।
আমি কখনো চাই তোমার চিবুক হতে।
তুমি চিবাবে মনের মতো খুব দাঁতে দাঁতে।
আমি আরো হতে চাই, আমার মনের রাণী।
লিখতে চাই গুণ কীর্তন, হাজার রকম বাণী।
আমি তোমার ভালোবাসা হতে চাই।
যেখানে তুমি আমি মিলে যাওয়া, বাদে কিছু নাই।
আমি খুব সিক্ত ভোরে তোমায় চুমু খেতে চাই।
অনন্তকাল চোয়াবে মধুর বহর, শেষ হবার নাই।
আমি তো আমারী হতে চাই।
যেখানে আমিত্ত্ব ছাড়া আর কিছু নাই।
আমি হতে চাই তোমার বুক পাঁজরের হাড়।
নিঃশ্বাসে নিঃশ্বাসে হৃদ স্পন্দন হবে বারবার।
কোকিল ডাকা ভোরের কুহু কুহু ডাক হতে চাই।
মধু মায়ায় দূর শব্দে, বলবে হারিয়ে যেতে চাই।
আমি হতে চাই নূপুর, হয়ে তোমার পায়ের ছন্দ।
বাজবো তালে তালে, লোকে যে যতই বলুক মন্দ।
আমিতো হতে চাই, আরো অনেক কিছু।
যে চাওয়া শেষ হবেনা, জীবনভর থাকবে মোহ পিছু।
০৪/১২/২০১৯ ইংরেজি
লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।