
কবিঃ মৃত্তিকা রাই
প্রতি নিয়ত একটা তিক্ত সুর,
বাজে আমার কানে।
প্রতি নিয়ত একটা তিক্ত কান্ড,
ঘটে চলে আমার সনে।
কখনো কখনো মনে হয় আর্ফিয়াসের সুর।
কখনো মনে হয়, কারো হৃদয় নিংড়ানো,
সান দেয়া হচ্ছে খুঁর।
শুনতে কি পাও,
কেউ কাঁদছে কুকরিয়ে কুকরিয়ে।
প্রতি নিয়ত একটা তিক্ত সুর, ধারালো খুর হয়ে,
কেউ যেন বিবেকের গলায় ধরে বসেছে।
“এই যে ভাই শুনেন, কটা টাকা দিয়া যান।
বাচ্চাটার আজ দুধ কেনার টাকা হয়নাই”।
রাতভর এগলি ওগলি, এ পাড়া সে পাড়া,
ঘুরে ঘুরে এভাবেই চলতে থাকে তার ডাক।
সুরের মূর্ছনায় দিয়ে যাচ্ছে তিক্ত বিষাক্ত হাঁক।
“এই যে বোন শুনেন, কয়টা টাকা দিয়া যান।
বাচ্চাটা আজ কিছু খায় নাই।
২০/১২/২০১৯ ইংরেজি।
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]