
কবিঃ মৃত্তিকা রাই
চলছি আমি, আমার খোঁজে,
আমি ক্ষুদ্র পথিক।
হাঁটছি যদিও এঁকে বেঁকে,
ভুলিনি লক্ষ্য দিক।
আদর্শের কাছে শির নোয়াইনি,
আমি রুপান্তরকামী নির্ভীক।
দাদু ভাই, আমি যে,
অবোলা ক্ষুদ্র পথিক।
পরিবার সমাজকে ভালোবেসেছি,
যতই পেয়েছি ধিক।
স্বার্থের লোভে বিবেক বিকিয়ে,
হইনি দিক বেদিক।
খুলিবে যখন হৃদয়ের বান,
করিও তোমার আশিক।
এই মন প্রাণ কভু একজনার নয়,
হতে চাই বিশ্ব প্রেমিক।
১৬/১২/২০১৯ ইংরেজি
লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।