
কবিঃ মৃত্তিকা রাই
রক্ত লাগবে রক্ত?
মোর চাইনিকো কোনো ভক্ত।
ঠান্ডা হৃদয় জমে খির হতে হতে,
আজ হয়েছে ভয়ঙ্কর শক্ত।
ধর্মের বিভেদ ভুলে গিয়ে মন,
হোতে চাইছে তোমাতে সম্পৃক্ত।
মনের ঘায়ে ছিটায়ে লবন,
ঘরের অসুখ হবে ব্যক্ত।
যে অসুখ আপন ঘড়ে ঘড়ে চলে,
হয় না উকিল, পুলিশ, শংকিত!
ডাক্টার, কবিরাজ ব্রত!
যে অসুখে প্রাণ ভ্রমরাও বুঝি,
সয়ে গেছে দেহমন,
হয়েছে সমাজ আসক্ত।
পুরুষ শাসিত সমাজে আজ.
কেন ঘড়ে ঘড়ে নাড়ী তিক্ত?
পেলে পুষে বড় করে তোরা,
যাদের চুক্তিতে করিস পতিত।
খোঁজ নিয়ে দেখেছিস?
নাকি পুথি বিদ্যায়, পুতুল হয়ে আছিস!
যৌথ চুক্তির অগোচরেই নারী,
কতবার হয় ধর্ষিত?
ওগো নারী, ওগো আমার মা!
কতকাল যৌন খেলনা হয়ে রবে,
কতবার হবে বিক্রিত?
নিপীড়ন এভাবে কি সয়েই যাবে?
হবে না তুমি জাগ্রত?
ইচ্ছের মাটি দিয়েই তুমি কি,
রবে ঘরের কবরে মৃত?
মা’গো! মা! মা তুমি কোথায়?
ঘরের কথা, সত্য কথা বাইরে বলি বলে,
ওরা আমায় বলে, অসভ্য, অপদার্থ,
বেয়াদপ, অজন্মা বেলা অবেলায়।
তোমায় রেখেছি মাগো,
মোর হৃদ-মন্দিরের কুঠায়।
রক্ত দিয়ে মাগো, সেবিতে চাই তোমায়,
সকাল, বিকাল, সন্ধ্যায়।
১১/১২/২০১৯ ইংরেজি
লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।